স্পোর্টস ডেস্ক :
সাধারণত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট মন্থর হয়। এবার সেই চিরায়ত প্রথা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মন্থর উইকেট নয়, বরং ঘাসের উইকেটেই খেলবে বাংলাদেশ। চেনা ভেন্যুতে ঘাসের উইকেটে এবার ভিন্ন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে তেমনটাই ইঙ্গিত দিলেন অধিনায়ক লিটন দাস।
আগামী বুধবার (১৪ জুন) একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই নেতৃত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। অধিনায়ক হওয়ার নতুন চ্যালেঞ্জ নিয়ে আজ সোমবার সংবাদমাধ্যমে হাজির হন লিটন।
সাংবাদমাধ্যমে লিটন বলেছেন, ‘মিরপুরে ঘূর্ণি উইকেটেই বেশিরভাগ খেলা হয়। তো আমাদের এখন চ্যালেঞ্জ এটাই আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলবো। এটাই এখন বিষয় যে, আমরা এখানে কীভাবে টিকে থাকতে পারব, বড় ইনিংস খেলতে পারব।’
লিটনের আগে সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিও ঘাসের উইকেট নিয়ে মন্তব্য করেন। হাশমতুল্লাহ জানান, এমন উইকেটে খেলার জন্য তাদের পর্যাপ্ত সিমার আছে। একই তথ্য দিলেন লিনটও। জানালেন তাঁর হাতেও আছে পর্যাপ্ত সিমার।
অধিনায়ক বলেছেন, ‘আফগানিস্তান অধিনায়ক যেটা বলেছেন সিমিং কন্ডিশন, আমাদের হাতেও ভালো কোয়ালিটি পেস অ্যাটাক আছে। বাকিটা দেখা যাক।’
লিটন আরও বলেন, ‘যে কোনো টিমের সঙ্গে আপনি জেতার জন্যই যাবেন। কেন জেতার জন্য যাবেন না? এতদিন পরিশ্রম করতেছি, শুধুমাত্র একটা জিনিসের জন্যই। আমরা যেকোনো টিমের সঙ্গে খেলার জন্য এই জিনিসটাই চেষ্টা করি। রেজাল্ট সবসময় আপনার হাতে আসবে না। এটা মানতে হবে।’