ডেস্ক রিপোর্ট :
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ দেশটির গুজরাট রাজ্যের দক্ষিণ-পশ্চিামাঞ্চলের বন্দর শহর জাখাউতে আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানবার কয়েক ঘণ্টা আগে থেকেই প্রচণ্ড বাতাস আর প্রবল ঢেউ ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে শুরু করে। খবর আলজাজিরার।
ধারণা করা হচ্ছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কেটি বান্দার বন্দরে এবং ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের কুচ জেলায় আঘাত হানতে যাচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের মুখে ভারত ও পাকিস্তান দুটি দেশের উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ আজ বৃহস্পতিবার (১৫ জুন) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমে গেছে এবং এটি ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগের তীব্রতা নিয়ে আজ মধ্যরাতেই মূল আঘাত হানতে যাচ্ছে।