ডেস্ক রিপোর্ট :
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। দেশে দেশে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। ইতোমধ্যে তিন দেশ ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে। দেশগুলোতে ঈদ হবে আগামী ২৯ জুন। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাতে আজ রোববার (১৮ জুন) এ তথ্য জানিয়ে গালফ নিউজ।
দুবাইভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আজ ঈদুল আজহা হবে এমন দেশের তালিকা ঘোষণা করেছে। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আরবি এই মাসের ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা। আরাফাত দিন বা হজের মূল দিন ৯ তারিখ।
ইসলাম ধর্মের মূল পাঁচ স্তম্ভের মধ্যে হজ একটি। এই স্তম্ভ পূরণে সৌদি আরবে যান হজযাত্রীরা। সামর্থ্যবান একজন মুসলমানকে নিজের জীবনে অন্তত একবার করা বাঞ্ছনীয়।
সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ ২৯ জুন। দেশটির ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। চাঁদ না দেখায় একই কথা জানিয়েছে মালয়েশিয়া। একই ঘোষণা দিয়েছে ব্রনাই।