বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নলছিটিতে পিকেএসএফ আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নলছিটিতে পিকেএসএফ আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

smart

নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পিকেএসএফ এর আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পিকেএসএফ সোশ্যাল এডভোকেসী এন্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের আওতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ” অভিগম্য আগামীর পথে”।

এ উপলক্ষ্যে পিকেএসএফ (কোডেক) একটি শোভাযাত্রা বের করে।শোভাযাত্রাটি কুলকাঠি ইউনিয়ন পরিষদের সম্মুখে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও সালেহা খাতুন স্নায়ু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সুলতান মাহমুদ,বিশেষ অতিথি ছিলেন কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শামীম রেজা, অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন মিলন হালদার।

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ, বিগত এস এ গেমসের ইভেন্টে অংশ নিয়ে সুস্থ্যরা স্বর্ণ জয় করতে পারেনি বরং প্রতিবন্ধীরা বারবার স্বর্ণ জয় করে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজমে বিশেষ অবদান রেখে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। সরকার প্রতিবন্ধীদের সম্পদ সুরক্ষায় আইন করেছে, প্রতিবন্ধীদের সম্পদ কেউ দখল করলে ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মোহাম্মদ বাবুল হোসেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech