বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

হিরো আলমের ওপর হামলার নিন্দা তথ্যমন্ত্রীর

হিরো আলমের ওপর হামলার নিন্দা তথ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছিল। এই হামলার নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসঙ্গে অসৎ উদ্দেশে এই হামলা চালানো হয়েছেন বলে দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার শুরুতে আলোচনা সভায় মন্ত্রী এই নিন্দা ও দাবি জানান।

হাছান মাহমুদ বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের ওপর কালিমা লেপনের অসৎ উদ্দেশে ঢাকা -১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলা করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে গণ্ডগোল লাগানোর অপচেষ্টা করবে। কিন্তু, সেই সুযোগ আমরা তাদেরকে দেব না। তবে, কেউ রক্তচক্ষু দেখালে আওয়ামী লীগ জানে কী করতে হবে।’

বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিই তাদের (বিএনপি) উদ্দেশ্য। আর আওয়ামী লীগ গণমানুষ থেকে গড়ে ওঠা রাজপথের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত প্রতিকূলতার মধ্যে উজান ঠেলে এগিয়ে যাওয়ার দল। আমরা রাজপথে আছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাব।’

দেশের সংবিধান ও আইন অনুযায়ী দেশ চলবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কারো প্রেসক্রিপশনে নয়, শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি পদত্যাগ করেন? যেভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন হয়, দেশেও সেভাবে হবে। এসব দেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech