বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী

বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমরা তো সংবিধান লঙ্ঘন করতে পারি না। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সব কথা বলেন কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলে যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলো সুপরিকল্পিত। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। তাদের একটাই দফা শেখ হাসিনাকে হঠাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে?

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কাদের বলেন, প্রার্থী যেই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে।

সম্পাদকমণ্ডলীর সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech