বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪১৮

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪১৮

ডেস্ক রিপোর্ট:
দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন ও ঢাকার বাইরের ২ জন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৪১৮ জন।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্সসেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৫৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৯২৭ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি চার হাজার ৬৪৬ ডেঙ্গুরোগী। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন তিন হাজার ২৮১ ডেঙ্গুরোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৩৭ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ১৫ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪১ জন। আর ঢাকার বাইরের ১২ হাজার ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে নারীদের চেয়ে এগিয়ে পুরুষেরা। এ সময়ে ১১৪ জন পুরুষ ও ৮৭ নারী মারা গেছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech