বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে

ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি যারা চোখ রাঙাতে চায় তাদের বলতে চাই, আমাদের শিখর অনেক গভীরে, তাকে চোখ রাঙিয়ে দমন করা যায় না। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে।’

কাদের বলেন, ‘খেলা হবে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে। এ ছাড়া খেলা হবে তারেকের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধেও খেলা হবে।’ তিনি বলেন, ‘ভুয়া তত্ত্বাবধায়ের বিরুদ্ধে। ভুয়া একদফার বিরুদ্ধে।’ তিনি বলেন, বিএনপি কোথায় আছে? নয়া পল্টনে। কাদাবালিতে তারা আটকে আছে। বিএনপির একদফা কাদা পানিতে আটকে গেছে। তারেক জিয়া লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে। আর এখানে ফখরুল আমির খসরুরা লাফালাফি করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমীর খসরু বলেন—গণভবন! গণভবন তোমার বাবার?  গণভবন নাকি ছেড়ে দিতে হবে। জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে। যতদিন জণগণ চাইবে ততদিন থাকবে। ততদিন তারেক জিয়া কিছু করতে পারবে না।’ তিনি বলেন, ‘মনে আছে গোলাপবাগের গরুর হাটে বিএনপি হোঁচট খেয়েছে। একদফা খাদে পড়ে গেছে। এই একদফা কোন দিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না। তারেক রহমান লন্ডনে থেকে পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান ফখরুলকে বলেছে, টাকার অভাব হবে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘একেক সময় আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে বিএনপি। কয়েকজনকে দিয়ে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে চিঠি লিখে। এই দুসাহস তারা পেল কোথায়? কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা তারেক পাচার করেছে। এফবিআই সাক্ষ্য দিয়েছে। বাংলাদেশ থেকে রাজনীতি করবে না বলে দেশ থেকে পালিয়ে গেছে। এখন তারেক রহমান নাকি ফখরুলের নেতা। এই নেতা কেউ  মানে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন,তারেক জিয়া চোর হ্যায়, গলি গলি মো শোর হ্যায়।’ তিনি বলেন, ‘এই তারেককে ধরবে বাংলাদেশের মানুষ। লন্ডন থেকে যত আশ্বাফলন করছে, তত তার বিরুদ্ধে ক্ষেপছে। তারেক  রহমান ফখরুলরা তারা আইন মানে না। এদের কথা বার্তা, অ্যাটিচিউড দেখলে মনে হয়–এরা আইন মানে না। সুপ্রিমকোর্ট হাইকোর্ট মানে না। কথায় কথায় সুপ্রিমকোর্টকে ধমক দেয়। আপনারা কী তার বিচার চান? তার সারজীবনের দণ্ড হয়েছে। এত অহঙ্কার ভালো নয়। টাকার বাহাদুরি ভালো না। কারা কারা ঘনঘন লণ্ডনে যাচ্ছেন, ডলার তুলে দিচ্ছেন। আমরা জানি—ভবিষ্যতে এমপি হবেন, এখনি টাকা দিচ্ছেন ডলার দিচ্ছেন। নমিনেশনের জন্য ভবিষ্যতের ব্যবসার জন্য।’

কাদের বলেন, ‘আজকে নাকি সিদ্ধান্ত আসছে ঢাকার প্রবেশদ্বার বন্ধ করবে। আপনারা রাস্তা বন্ধ করতে আসবেন না। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। চোখ রাঙাবেন না। দেশি-বিদেশি যারা চোখ রাঙ্গাতে চায় তাদের বলি, আমাদের শিখর অনেক গভীরে। শেখ হাসিনা বাংলার জনগণের বিশ্বস্ত প্রতিনিধি। গত ৭৫ থেকে অর্জনের নাম শেখ হাসিনা। যিনি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অর্জন নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনা। যিনি প্রতিদিন সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমান না।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech