বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতি ৩০ সেকেন্ডে একজনের বেশি রোগী আসছেন হাসপাতালে। হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। একদিনে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। আগস্টে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যুতে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত ৩৯৮ জনের মধ্যে নারী ২২৫ জন এবং পুরুষ ১৭৩ জন মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৯১ জন এবং রাজধানীতে ৩০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে রবিবার এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার ৪২ হাজার ৭৪৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। সারা বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech