ঢাকা জেলার কেরানীগঞ্জের চুনকুঠিয়া প্রাইম প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধরা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি।