বেলায়েত বাবলু: দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক মাইনুল হাসানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।এদিকে মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় নগরীর বগুড়া রোডস্থ বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুর্ষ্পাঘ অর্পণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। মাইনুল হাসানের জন্ম ১৯৫০ সালের ৪ অক্টোবর। মুক্তিযদ্ধের রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ-এর মাধ্যমে তাঁর সাংবাদিকতার শুরু। ১৯৭৬ সালে জাতীয় দৈনিক ইত্তেফাক-এ যোগদান করেন। এর আগে তিনি দৈনিক গনকন্ঠ, বিএসএস, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টারসহ চ্যানেল আই, বিবিসি ও রয়টার্স-এর দক্ষিণাঞ্চল প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিকতার কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৯১ সালে তিনি সাহসী সাংবাদিকতার জন্য ইউনেস্কো পদক, ২০০৩ সালে প্রজন্ম নাট্যকেন্দ্র প্রবর্তিত বিপ্লবী দেবেন্দ্র নাথ ঘোষ পদক ও ভোয়া ফ্যান ক্লাব পদকে ভূষিত হন। তিনি বর্তমান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।