বরিশাল ব্যুরো:
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ০৮টার আগের ২৪ ঘণ্টায় তারা বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩৬৬ জন। বর্তমানে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৩ জন। রোববার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮) ও বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)। মৃতদের মধ্যে ইয়াসিন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি তিনজন বরিশাল শের বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ ম-ল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এরমধ্যে বরিশালের শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৪ জন, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, পটুয়াখালীর অন্যান্য সরকারি হাসপাতালে ২ জন, ভোলায় ৮ জন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৬৬ রোগী। এরমধ্যে বরিশালের শেবাচিম হাসপাতালে ৭৫, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৭০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালীর অন্যান্য সরকারি হাসপাতালে ৩২ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৪২ জন এবং ঝালকাঠিতে ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।