বরিশাল ব্যুরো:
বরিশালের ৬৪৭ দূর্গা উৎসব শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার, জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, উপজেলা, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।