বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলাচল শুরু

কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট :
বিএনপি’র তৃতীয় দফার অবরোধের শেষ দিনে এসে কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুধুমাত্র সরাসরি ঢাকাগামী বাসছাড়া বাকী সব যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার চৌড়হাস মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে খুলনা ও গোয়ালন্দ রুটে বাস চলাচল শুরু হয়। বেলা বাড়ার সাথে সাখে এসব জায়গার বাস কাউন্টারগুলোতে ব্যস্ততা বাড়ে। খুলনাগামী রূপসা-গড়াই পরিবহন ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর।

চৌড়হাস মোড়ে কাউন্টার মাস্টার মো. সুজন বলেন, ‘সাধারণ দিনের মতোই খুলনা অভিমুখে বাস ছেড়ে যাচ্ছে।’ দুপুর পৌনে ১২টার দিকে তিনি বলেন, ‘৭টি বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’ এই স্টপেজে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রী তুলতে থাকা গড়াই পরিবহনের একটি বাসের চালক মাসুম বলেন, ‘সকালে ঝিনাইদহ থেকে এসেছি। এখন খুলনা পর্যন্ত যাওয়া যাচ্ছে।’

এর পাশাপাশি আগে থেকেই তুলনামূলক ছোট বাস ও ছোট যানবাহন যাচ্ছে আশপাশের জেলাগুলোতে। আর সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনের চলাচলও বেড়েছে। সব মিলিয়ে সড়কে যাত্রীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

কুষ্টিয়ায় সব ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান। এদিকে, তৃতীয় দফার এ অবরোধেও কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, নাশকতা এড়াতে শহরে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল।

আর অবরোধ প্রতিরোধে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে সাবেক এমপি আব্দুর রউফ সমর্থিত নেতাকর্মীদের সড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়। তারা যানবাহন চালক-শ্রমিক ও যাত্রীদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন। দেন স্লোগান।

এদিকে, বৃহস্পতিবারও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আসগর আলী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে মধ্যে অবরোধবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech