ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে রেলের সাথে কক্সবাজার সংযুক্ত হলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।’
আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত, যেটা বিশ্বে বিরল, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। ৮০ মাইল লম্বা, সম্পূর্ণটাই বালুকাময়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেকের আশা ছিল ট্রেনে কক্সবাজারে আসবে, সে ব্যবস্থা করেছি। এখন উত্তরবঙ্গসহ, পঞ্চগড়, খুলনা ও রাজশাহী থেকে যাতে আসতে পারে সে ব্যবস্থা করব।’