ডেস্ক রিপোর্ট :
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় চালু হয় ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন।
এরপর থেকে আগারগাঁও-মতিঝিল রুটে শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। তবে, এমআরটি পাসধারীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলে চলাচল করতে পারেন।
এবার ১৩ ডিসেম্বর থেকে যোগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বিজয় সরণি স্টেশন।