বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি

আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। প্রার্থিতা ফিরে পেতে ইতোমধ্যে আবেদন করছে প্রার্থীরা, যা শেষ হবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর)। রিটার্নিং কর্মকর্তার  দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন অশোক কুমার দেবনাথ।

ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না, জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সেটা কমিশন বিবেচনা করবে। সেটা আগে থেকে বলতে পারছি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান তাহলে বাতিল করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘অবশ্যই, আইনে আছে দেখেন। এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং কর্মকর্তার রিজেকশনের (বাতিল ঘোষণা) বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং কর্মকর্তার রিজেকশন না, অ্যাকসেপ্টেন্সের (গ্রহণ) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট যদি নির্দেশনা দেন, তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সে ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech