ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের মেঘনায় ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এমভি সুরভী-৮ এবং বিপরীত দিক থেকে আসা এমভি টিপু-১৪ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লঞ্চ যাত্রী হলেন সোহেল (৩০)। তবে, তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক সাহাদাত হোসেন জানান, সোমবার দিনগত রাতে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোলার ইলিশা থেকে ঢাকাগামী এমভি সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশনগামী এমভি টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত হন এবং লঞ্চ দুটির ব্যাপক ক্ষতি হয়।
হাইমচরের নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন করে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো লঞ্চ দেখতে পাইনি। এর আগেই লঞ্চগুলো চলে যায়।’
চাঁদপুরের নৌ পুলিশের এসপি মো. কামরুজ্জামান বলেন, ‘সুরভী লঞ্চের একজন যাত্রী মারা গেছেন। তবে, বিস্তারিত এখনও জানা যায়নি।’
অন্যদিকে, সোমবার দিনগত রাত ১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এম ভি রফরফ-৭ ও এমভি এ আর খান-১ লঞ্চের মধ্যেও সংঘর্ষ হয়। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি।