ডেস্ক রিপোর্ট :
দেশে শীতের তীব্রতা সামনের দিনে আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে। একই সঙ্গে বাড়বে কুয়াশাও। এই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই কুয়াশা পরিস্থিতিও আগামী কয়েক দিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এর পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুস্ক থাকবে।
অন্যদিকে, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।