বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন

চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানি আজ বুধবার (১১ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। আপিল শুনানির চার দিনে মোট ২১৩ প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর এই  ১৬০ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে। অপেক্ষায় রাখা হয়েছে মোট ১৪ জনকে। আজকের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ৪৫ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। নামঞ্জুর হয় ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত রোববার আপিল শুনানির প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে ইসি ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ও ৩২ জনের আবেদন নামঞ্জুর করে। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। আর দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৬১ জন ও নামঞ্জুর হয় ৩৫ জনের।

এ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৭৪৭ স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিলের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ মনোনয়নপত্রের হার ৭৩ দশমিক শূন্য আট শতাংশ।

রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩০টিরও বেশি আবেদন হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে। গত ১০ ডিসেম্বর শুরু হওয়া এ আপিল শুনানি পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech