ডেস্ক রিপোর্ট :
কয়েকদিন আগে ভারত পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে, সেই অবস্থা থেকে কমছে পেঁয়াজের দাম। অন্যদিকে, সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। আর গত সপ্তাহের মতো সবজির বাজার স্থিতিশীল রয়েছে।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দেশি পুরোনো পেঁয়াজের কেজি অবশ্য এখনও চড়া, প্রতি কেজিতে ১৪০ টাকা গুনতে হচ্ছে। আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
ভোক্তাদের জন্য সুখবর হচ্ছে, বাজারে দেশি নতুন ফলনের পেঁয়াজ উঠতে শুরু করেছে। আকারে ছোট হলেও দেশি এই নতুন পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। ধীরে ধীরে এই পেঁয়াজের সরবরাহ বাড়বে। এতে পেঁয়াজের দাম আরও কমবে।
এদিকে, বাজারের এই মৌসুমের নতুন আলু আসা শুরু হয়েছে। এসব আলু ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বেক্রি হচ্ছে। পুরাতন আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়ে গেছে। কেজিতে ২০ টাকা বেড়ে আজ ব্রয়লার মুরগি ২০০ টাকায় এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো। তাই এই সপ্তাহে সবজির দাম স্থিতিশীল রয়েছে। মুদি বাজারে চিনির সরবরাহ গত কয়েক সপ্তাহ ঘাটতি ছিল। তবে, এই সপ্তাহে চিনির সরবরাহ বাড়লেও চিনির দাম এখনও কমেনি। চিনি ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা, ময়দার পাশাপাশি নতুন করে ভোজ্যতেলের দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৫ টাকা বেড়ে ১৭৪ টাকায় বিক্রি হচ্ছে।