কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ভৌমিকবাড়ীর একটি বাগানে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মোসা.রিজিয়া বেগম (৩৫) নামে এক পাগলী ধর্ষনের শিকার হয়েছে।পুলিশ ওই রাতেই আমিরুল মুন্সি (৪৫) নামের এক অটো চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে ।
ধর্ষিতা পাগলীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষিতা রাজিয়া বেগমের বাড়ি নরসিংদি জেলায়। সে ওই এলাকার মো.ইউনুস আলীর মেয়ে। এ ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন ।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একাটি মামলা হয়েছে। ধর্ষক আমিরুলকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।