নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশর বাধায় ভেঙ্গে গেছে।
আজ শনিবার (১৪ই) ডিসেম্বর বেলা ১২টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে মহানগর স্বেচ্ছাসেবক দল।
মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের গেটের সামনে আসার পূর্বেই একদল দাঙ্গা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশের এস.আই সাইদুল ইসলামের বাধার মুখে পড়ে তাদের আর মিছিল বের করা সম্ভব হয়নি।
পরে তারা দলীয় কার্যলয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। মহানগর সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সহ-সভাপতি ফয়সাল আহমেদ কুট্রি,নুরুল মোমেন পোটন, তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার,আরিবা সোলাইমান তারেক,আরমান সিকদার নুন্না,আরিফুর রহমার মুন্না,সৈয়দ সুরুজ,গফফার মোল্লা,দিন ইসলাম ইকু,এবিএম ফয়সাল প্রমুখ।