ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৈঠকে অংশ নিতে স্বতন্ত্রের ৬২ জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কী হবে, এ বিষয় নিয়েও আলোচনা শেষে নির্দেশনা আসতে পারে।
এ বিষয়ে রাজশাহী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমার কাছে সেটাই শিরোধার্য। তিনি কী সিদ্ধান্ত দেন, আমরা সেই অপেক্ষায় আছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সদস্যরা। এই সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি। তাই জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দলের ভূমিকায় থাকবে কি না, তা নিয়ে জনমনে বেশ কৌতূহল রয়েছে।