আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সকাল সাড়ে ৮ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলাত,আমতলী থানা, আমতলী পৌরসভা, আওয়ামীলীগ, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, বিএনপি, আমতলী সরকারী কলেজ, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী বন্দর ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।