বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আজ বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশে দেশে ঈদ জামায়াত শেষে অসহায় গাজাবাসী এবং মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা।

আজ সকাল থেকেই সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে বিতরণ করা হয় মিষ্টি সামগ্রী। সৌদি আরব ছাড়াও আজ ঈদ উদযাপিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও।

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ বুধবার মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় বিশাল ঈদ জামাত। এতে অংশ নেন বহু মানুষ। এ ছাড়াও আজ পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করছেন মালয়েশিয়ার মুসলমানরা। এদিন ঈদ জামাতে অংশ নিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও।

ইরাকের মসুলের আল-নবি জিরজিস মসজিদে আজ বুধবার ঈদুল ফিতরের নামাজের পরে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ছবি : এএফপি

নানান আয়োজনে ঈদ উদযাপন করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। ঈদের নামাজের পর বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য দোয়া করা হয়। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের বেশ কিছু অঞ্চলেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। জম্মু-কাশ্মীর, লাদাখ, তামিল নাড়ু, কেরালার ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি।

পাকিস্তানের পেশোয়ারে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি : এএফপি

নানা আয়োজনে ঈদের খুশি ভাগাভাগি করছেন অস্ট্রেলিয়ার মুসলমানরা। এ ছাড়াও ইউরোপ ও আমেরিকা মহাদেশের মুসলমানরাও আজ উদযাপন করছেন তাদের সবচে বড় ধর্মীয় উৎসব।

বিশ্ববাসী ঈদের আনন্দ উদযাপন করলেও দুঃস্বপ্নের দিন কাটাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ। দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ঈদের দিনটি তাদের জন্য কেবলই হাহাকারের। একমুঠো খাবারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ধ্বংসস্তূপের পাশের খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করেন অনেকে।

ইন্দোনেশিয়ার জাকার্তার একটি রাস্তায় ঈদুল ফিতরের জামাতে অংশ নেন নারীরা। ছবি : এএফপি

ভিডিও বার্তায় মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একইসঙ্গে অব্যাহত দুর্দশার জন্য অবরুদ্ধ গাজার সাধারণ মানুষের প্রতিও সমবেদনা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঈদ বার্তায় গাজা ও সুদানের বাস্তুচ্যুত মুসলিমদের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজসহ অন্যান্য বিশ্ব নেতারা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech