আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে বিজয় দিবসে এ সংবর্ধনা দেয়া হয়।
আমতলী ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম দেলওয়ার হোসেন, রেলওয়ের সাবেক ডিজি মোঃ সুলতান আহম্মেদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, এ্যাড. এমএ কাদের মিয়া, এ্যাড.আলাউদ্দিন আল আজাদ, মনিরুল ইসলাম তালুকদার, নুরুল ইসলাম মৃধা ও জালাল উদ্দিন প্রমুখ।
পরিতোষ কর্মকার