ডেস্ক রিপোর্ট :
ঈদের দিন ও পরদিন বন্ধ থাকার পর আজ শনিবার (১৩ এপ্রিল) থেকে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন ছিল মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে রওনা করে। অপর একটি ট্রেন সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রোরেলে দুই লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল দুই লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। রমজানের শেষ সপ্তাহে গড়ে দুই লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।