বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

হজ করতে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু

হজ করতে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। এ ছাড়া হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি।

আজ বুধবার (২৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে গতকাল মঙ্গলবার (২৫ জুন) মধ্যরাত পর্যন্ত ৫১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। এর ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech