বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
বরিশালে অবৈধ পোনাসহ গ্রেফতার ১১ জনকে অর্থদন্ড

বরিশালে অবৈধ পোনাসহ গ্রেফতার ১১ জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫০ হাজার গলদা রেনুপোনা উদ্ধার এবং বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করায় ১১ জনকে আটক করে অর্থদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, মেঘনা নদীর বাউসিয়া, হরিনাথপুর, মাইজার চর, ছয়গাঁ এলাকাতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, হিজলা কোস্ট গার্ড ও হিজলা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ১৪ এপ্রিল রাত ১১ টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত চলমান এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করায় ১১ জনকে আটক করা হয়। পরবর্তীতে যাদের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানে ৫০ হাজার গলদা রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়।
এছাড়াও অভিযানে ১২ টি চর ঘেরা জাল ৭ শত খুঁটি সহ উচ্ছেদ করার পাশাপাশি ১ লাখ ৩২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একইসাথে গলদা রেনু পোনা ধরার জন্য ৮২ টি অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং গলদা রেনু পোনা ধরার জন্য ব্যবহৃত ১১ টি অ্যালুমিনিয়ামের বড় পাতিল, বেশ কিছু প্লাস্টিকের ড্রাম, গামলা ও বালতি সহ নানানরকম সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ সকল অভিযানে হিজলা উপজেলার কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামি, হিজলা থানার এসআই মাহাতাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech