গৌরনদী প্রতিনিধি ॥ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলার গৌরনদীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ১৬ বছরে পর্দাপণ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে এ দোয়া-মোনাজাত করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও মাই টিভি স্থানীয় প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে ও সভাপতিত্বে উপজেলার তাঁরাকুপি কটকস্থল নুরানী হাফেজী মাদরাসায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন, প্রেসক্লাবের সদস্য মোল্লা ফারুক হাসান, রাজিব হোসেন তারিম, ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজিব খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝিসহ অন্যান্যরা। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনবাসীর জন্য এবং মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়।