মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
জীর্ণতা পিছনে ফেলে সমৃদ্ধির আহবান আর অশুভ শা্তেিক রুখে দেওয়ার প্রত্যয়ে মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নববর্ষ। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আয়োজকরা। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা পার্ক(বালুর মাঠ) থেকে ব্যানার ফেষ্টুন নানা প্রকার উপকরন হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা পার্ক মাঠে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। এছাড়াও শোভাযাত্রায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করে সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে। পরে পৌর শহর প্রদক্ষিন শেষে স্থানীয় পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি আয়োজিত বৈশাখী শোভাযাত্রার নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন- আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দল আহবায়ক চৌধূরী শরিফা নাসরিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজসহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। আগত নেতাকর্মীদের জন্য ছিলো আপ্যায়নের ব্যবস্থা। বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা ভাত, আলু ভর্তা ও নানা ধরনের মৌসুমি ফল। বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ টায় স্থানীয় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন হয়। এতে অংশ নেন মেহেন্দিগঞ্জ পৌর একাদশ ও উলানিয়া একাদশ। এই প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচের আহবায়ক ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দল আহবায়ক চৌধূরী শরিফা নাসরিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক। খেলায় উভয় দলই ভালো নৈপুণ্য প্রদর্শন করায় গোল শূন্য ড্র হয় বৈশাখী প্রীতি ম্যাচটি। পরে উভয় দলের খেলোয়াড়দের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।