বার্তা ডেস্ক ॥ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোফায়েল আহমেদ সুস্থ আছেন। তিনি ঘুমাচ্ছেন।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে ‘প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা’
বার্তা ডেস্ক ॥ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের দাবি ও নববর্ষ উদযাপনে আরোপিত বাধা-নিষেধের প্রতিবাদে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা’। চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে ফকিরবাড়ি সংগঠন কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক শিবানী শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক এবং সদস্য শহিদুল শেখ প্রমুখ। ফিলিস্তিনে চলমান পরিস্থিতি: সর্বশেষ তথ্যানুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজার ছড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড় লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এই প্রেক্ষাপটে বরিশালের ‘প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা’ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান।