বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পুলিশ সুপারের পরিচয়ে পৌণে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহাগ মাহমুদ বাপ্পী (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার রঘুনন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ছোট পারুলিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, সোহাগ মাহমুদ বাপ্পী ফরিদপুরের রঘুনন্দনপুরে একটি ভাড়া বাসায় থাকে। নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যের কাছ থেকে সে বিকাশ ও রকেটের মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গত ২৮ অক্টোবর সোমবার সে বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত রিজার্ভ ইন্সপেক্টরকে ফোন দিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরে সাইবার পুলিশে বগুড়ার একটি টিম ওই প্রতারককে ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকা থেকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারের সময় প্রতারক সোহাগের কাছ থেকে সিমকার্ডসহ বিভিন্ন কোম্পানীর ১১ টি ও বিভিন্ন মডেলের আরো ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সীমকার্ডগুলো বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ব্যাবহার করে ভূয়া রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং প্রতারক সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।