বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু : আবুল হাসানাত আব্দুল্লাহ্

শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু : আবুল হাসানাত আব্দুল্লাহ্

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু হয়। এর আগে আর কোন সরকারের নারীদের ক্ষমতায়নে এগিয়ে আসেনি। গ্রামীণ নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী হবার কারণেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সমবায় অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে সুবিধা বঞ্চিত ৫০জন নারীদের মাঝে ঋণের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়নের নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমুখ। শেষে প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ ৫০জন নারীকে গাভী পালন ও খাদ্য ক্রয়ের জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে ঋণের চেক বিতরন করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech