শামীম আহমেদ, ॥ বরিশালের গৌরনদী রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচন-২০২০ এর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচন-২০২০ এর নির্বাচন কমিশনার ও রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। এরমধ্যে বর্তমান সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক ও বর্তমান সহ-সভাপতি পলাশ তালুকদার সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম. মিজান ও বর্তমান কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। সহ-সভাপতি পদে সাবেক সহ-সম্পাদক মনিরুজ্জামান চুন্নু ও সাবেক দপ্তর সম্পাদ রাশেদ আহম্মেদ। এছাড়াও অন্যান্য পাঁচটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামীম মীর, জামান মুন্সী, রাজীব হোসেন খান, পপলু খান ও খায়রুল ইসলাম। আগামি ২৭ ডিসেম্বর গৌরনদী রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।