বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হরিণচরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও তার সহকারী একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে রনি আহম্মেদ (২২)।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকা-নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনাকবলিত বাস-ট্রাকসহ মরদেহ দু’টি থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech