লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আমন ধান ২০১৯-২০২০ সংগ্রহের লক্ষে লটারীর মাধ্যমে কৃষক নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। এসময় লটারীর মাধ্যমে ৯৮১ জন কৃষক নির্ধারণ করা হয়। এ বছর লালমোহন পৌরসভা ও ৯টি ইউনিয়নের নির্ধারিত এসব কৃষকের কাছ থেকে প্রতি মন ১ হাজার ৪০ টাকা মূল্যে মোট ২৯৩০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল সিকদার, খাদ্য পরির্দশক মো. নুরুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ইউপি সদস্য আবুল কাশেম মিয়া ও আবুল বাশার সেলিমসহ ধান সংগ্রহ কমিটির অন্যান্য সদস্যরা।