পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে বখাটে মেহেদী হাসানকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মেহেদীকে আদালতে সোপর্দ করে পুলিশ।
অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসান উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে।
এদিকে বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মানিক লাল মামলার বরাত দিয়ে জানান, মোবাইল পরিচয়ের সূত্রধরে উপজেলা পাতাকাটা গ্রামের ওই স্কুলছাত্রীর সাথে বখাটে মেহেদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিজয় দিবসের দিন বিকেলে কথা বলার জন্য ওই স্কুলছাত্রীকে মঠবাড়িয়া পৌর শহরের একটি চাইনিজ হোটেলে ডেকে আনে। পরে কৌশলে ওই হোটেলের একটি কক্ষে তাকে ধর্ষণ করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- ধর্ষক মেহেদীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।