পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-ঘাটে ঘনকুয়াশায় সোমবার রাত সাড়ে ৩টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে। এসময় ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষায় থাকা বাস ট্রাকের দীর্ঘ লাইনের কারণে ৭ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ঘাট এলাকায় তীব্র ঠান্ডার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে যাওয়ায় এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে।