কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১৬ পিস ইয়াবাসহ রাবনাবাদ এলাকা থেকে ওয়াসিম মৃধা নামের এ কারবারিকে কোস্টগার্ড সদস্যরা গ্রেফতার করেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে দশটায় ওয়াসিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে। ওয়াসিমের বাড়ি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম জামাল মৃধা।