নিজস্ব প্রতিবেদক:
ঘন কুয়াশায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। এই ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। ফলে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার পরিমাণ কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।