পটুয়াখালী ॥ পটুয়াখালীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচীর প্রকল্প অবহিতকরন সভা ও আর্থ-সামাজিক উন্নয়ন অনুদান বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা শিশু একাডেমীতে ইউএনডিপির আয়োজনে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে টাউন প্লানার ফারজানা ইয়াসমিন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনায় মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী।
স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, প্রকল্প সম্পর্কে ধারনা বক্তব্য রাখেন টাউন ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ঝর্না বেগম।
মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন ও কাউন্সিলরবৃন্দ।
উল্লেখ্য, উক্ত প্রকল্পের আওতায় পৌরসভায় ৩৫১টি প্রান্তিক দল, ৪৭টি সিডিসি গঠন করা হয়। এতে ৯০০০ নারী সদস্যের ১৫ লক্ষ টাকা সঞ্চয় হয়েছে বলে টাউন ম্যানেজার ভবানী শংকর সিংহ জানান। পরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৬১১ জন নারী সদস্যদের মাঝে ৪৮ লক্ষ ৭ হাজার টাকার আর্থ-সামাজিক অনুদানের চেক বিতরন করেন।