ডেস্ক রিপোর্ট:
নতুন কমিটি গঠন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ তুলে ধরলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, তিনটি চ্যালেঞ্জ হলো নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা।
আজ শনিবার সকালে আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে করে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।
ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।