আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় কোন ঘাটতি ছাড়াই বছরের প্রথম দিন ১৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে প্রায় ৩লাখ ৫০হাজার কপি নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব’ পালন করা হয়েছে। বুধবার সকালে বই উৎসবে আগৈলঝাড়া উপজেলার ১শ ৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩লাখ ৪১হাজার ৯শ ৬পিচ নতুন বই বিতরণের উদ্ভোধন করা হয়েছে।
বিতরণকরা বিদ্যালয়গুলোর মধ্যে ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি শিশু কল্যান বিদ্যালয়, ২টি আন-রেজিষ্ট্রি প্রাথমিক বিদ্যালয়, ১টি হাই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্টার গার্ডেন, ১৬টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যলয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মদ্রাসাসহ মোট ১৮০টি বিদ্যালয়। এসকল বিদ্যালযের শিক্ষার্থীদের জন্য মোট ৩লাখ ৪১হাজার ৯শ৬পিচ নতুন বই বিতরণ করা হয়।
সংশ্লিষ্ঠ শিক্ষা বিভাগের দেয়া তথ্য মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১লাখ ৩হাজার ৩শ ৩৬কপি, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২লাখ ১২হাজার ২শ পিচ নতুন বই, ৬টি দাখিল মাদ্রাসায় ১৮হাজার ৯শ ৫০পিচ নতুন বই ও ৬টি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৭হাজার ৪শ ২০পিচ নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বই উৎসবে নতুন বই পেয়ে কোমলমতি শিশুসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অত্যান্ত খুশি। এবছরই প্রথম কোন বইয়ের ঘাটতি ছাড়া শিক্ষার্থীদের সকল বই বিতরণ করা সম্ভব হয়েছে বলে জনিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
বই উৎসব উপলক্ষে বুধবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বই বিতরনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, বিদ্যালয় সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যন বিপুল দাস।
এসময় সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, বিদ্যালয়রে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উল্লেখিত অতিথিরা সরকারী গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন।
এদিকে দুপুরে পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণের উদ্ভোধন করেন শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসু।
একই দিন উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী, রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে সরকারের বিন্যামূল্যের বই বিতরনের উদ্বোধন করেন কর্মকর্তাগণ ও অতিথীবৃন্দ। এর আগে অতিথীবৃন্দ সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, শিশু সংস্কৃতি কেন্দ্র শেখ রাসেল শিশু কানন, ফুল বাগানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখে ভুয়ষী প্রসংশা করেন।
শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, ২০২০ সালে বিদ্যালগুলোর চাহিদানুযায়ি বই উৎসবের আগেই ওই সকল স্কুলে নতুন বই প্রেরণ করা হয়েছিল।