নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটিতে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাইবাছাই শেষে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টির মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঢাকা সিটির ভোটার না হওয়ার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান।
উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।