অনলাইন ডেস্ক:
নানা আয়োজনের মধ্যে দিয়ে খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রতাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। এবারের স্বদেশ প্রতাবর্তন দিবসে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এই ভাষণ দিয়েছেন ১৯২০ জন শিশু শিক্ষার্থী।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই ভাষণের আয়োজন করে জেলা প্রশাসন। ভাষণ শেষে শপথ গ্রহণ করেন শিশু শিক্ষার্থীরা। এই ভাষণে অংশ নিতে পেরে গর্বিত ক্ষুদে শিক্ষার্থীরা।
খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মুইদ উদ্দিনসহ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।