নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংকের সাবেক অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আলহাজ মো. জাহাঙ্গীর হোসাইন (৬৮) শুক্রবার বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউর বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজেউন। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে সহ বহু আতœীয় স্বজন রেখে যান। রাত আটটায় কলেজ অ্যাভিনিউতে নামাজে জানাজা শেষে তাকে নগরীর মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বরিশাল কুরআন-হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের অন্যতম সহ-সভাপতি এবং সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দু’আ মাহফিল শনিবার ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি অধ্যক্ষ আ.খা.মো. আবদুর রব এর সভাপতিত্বে দু’আ অনুষ্ঠানে মরহুমের সংক্ষিপ্ত জীবন চরিত ও অবদান সম্পর্কে আলোচনা করেন প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, প্রফেসর হারুন-উর-রশিদ, প্রফেসর এস.এম দেলওয়ার হোসেন, অধ্যক্ষ মোকতার হোসাইন, অধ্যাপক মো. নূরুল হক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র ফয়সাল আহমেদ প্রমুখ। দু’আ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা মো. কাওছার হামিদী। সভায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।