নিজস্ব প্রতিবেদক:
নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি এলাকার রুবেলের স্ত্রী মাহমুদা খাতুন (২৪) ও তার ছেলে মমিন (৬)। আহতরা হলেন, নুর জাহান বেগম (২৮), আইফুনা বেগম (৬০) ও হযরত আলী (৭০)।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বলেন, রোববার রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মাঝের চর ও মিয়ার বাজার এলাকার মধ্যবর্তী স্থানে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ নামক লঞ্চ দু’টির সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।
নিহত দুইজনের মরদেহ ওই লঞ্চে করে বরিশাল নেওয়া হয়েছে। গুরুতর আহত নুর জাহান বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।