নিজস্ব প্রতিবেদক:
বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদী তীরবর্তী কোস্টগার্ডের জেটিতে এনে জাটকাগুলো জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে গরিব-দুস্থ, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।
এর আগে ভোরে বরিশালের কালাবদর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি ফেলে এতে অবস্থানকারীরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ইঞ্জিনচালিত ট্রলারটিতে তল্লাশি চালিয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করে।